• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৭:৪১:৩৭ (02-Oct-2025)
  • - ৩৩° সে:

পাথরঘাটায় মাছ শিকারে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

২ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩৪:২০

সংবাদ ছবি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর সিদ্দিকুর রহমান (৩০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

২ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিহঙ্গদ্বীপের উত্তর পাশের ধানসীর মধ্য থেকে স্থানীয়দের সহায়তায় পাথরঘাটা ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের বড়টেংড়া হাজিরখাল এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। সিদ্দিকুর রহমান মরহুম আব্দুল মান্নানের ছেলে।

Ad

সিদ্দিকুর রহমানের স্ত্রী মনিরা আক্তার জানান, প্রতিদিনের মতো ওই দিন রাতেও মাছ ধরতে নদীতে গিয়েছিলেন তার স্বামী। ভোরে ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

পরে নদীতে খোঁজাখুঁজি করে তার নৌকা পাওয়া গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে গরুর খাবারের জন্য ধানসী কাটতে গিয়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি নদীর তীরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয় জেলে রুবেল মরদেহ শনাক্ত করে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে উদ্ধার করে।

তিনি আরও জানান, সিদ্দিক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার ৯ ও ২ বছর বয়সী দুটি কন্যা সন্তান এবং ছোট দুই ভাই রয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘দুই দিন ধরে নদীতে ৩ নম্বর সতর্ক সংকেত চলছে। উত্তাল নদীর কারণে হয়তো ট্রলারটি ডুবে গেছে। আমরা পরিবারটির পাশে থাকার চেষ্টা করছি।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের দায়িত্বরত স্টেশন লিডার মো. শাহাদাত হোসেন জানান, ‘নিখোঁজের সংবাদ পাওয়ার পরই উদ্ধার অভিযান শুরু করি। তিন দিন পর বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, ‘জেলেদের জন্য আমাদের সহায়তা সব সময়ই থাকে।

ইতোমধ্যে পরিবারটিকে প্রাথমিক সহায়তা দেয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগজনিত মৃত্যু কি না, তা ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে, তাদের মাধ্যমে পরিবারকে সহায়তা দেয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, ২ শিশু নিখোঁজ
২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৫৩





সংবাদ ছবি
ভক্তদের চোখের জ্বলে মা দুর্গার বিদায়
২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৬:৫০




Follow Us