লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদকে পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে সংবর্ধনা দেওয়া হয়েছে।
৮ অক্টোবর বুধবার সকালে উপজেলার গাথাছড়া বায়তুশ শরফ মাদ্রাসার মিলনায়তনে মাদ্রাসা কর্তৃপক্ষ ও প্রাক্তন ছাত্র সংসদ তাঁকে এ সংবর্ধনা দেয়। এ সময় বায়তুশ শরফ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাঙামাটি জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদকেও সংবর্ধিত করা হয়।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে মাইনীমূখ লঞ্চ ঘাটে তাঁকে বরণ করেন উপজেলা জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এরপর তাঁকে মোটরসাইকেল শোভাযাত্রা করে নিজ মাদ্রাসাটিতে নিয়ে যাওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে গাথাছড়া বায়তুশ শরফ জব্বারিয় আদর্শ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইসমাইল হোসেন এর সঞ্চালনায়, অত্র মাদ্রাসার সুপার মাওলানা ফোরকান আহমেদের সভাপতিত্বে,অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ, লংগদু সরকারি কলেজের প্রভাষক হারুনুর রশীদ, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো. এখলাছ মিঞা খান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ বলেন, দেশের নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতাসম্পন্ন, দেশপ্রেমিক লোকের অভাব রয়েছে। ফরহাদ যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিচ্ছেন, একইভাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা যাতে শিক্ষার অধিকারটুকু পায়, সে লক্ষ্যে কাজ করতে হবে।
সংবর্ধিত অতিথি এস এম ফরহাদ বলেন, ‘আমার এতটুকু উঠে আসার জার্নিটা সহজ ছিল না। এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করেছি, যা রাঙামাটি সদর থেকে অনেক দূরে লংগদুতে অবস্থিত। যেখানে শিক্ষক পাওয়া দুষ্কর, সরকারি শিক্ষকদের পদায়ন দিলে থাকতে চান না।’
তিনি আরও বলেন, সেখানে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি। এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা শিক্ষকদের জন্য বড় চ্যালেঞ্জ। সেখানে ছাত্রছাত্রীদের অধ্যয়ন নিশ্চিত করা এবং অন্যান্য সেবা দেওয়া অত্যন্ত কঠিন ও প্রায় অসম্ভব ব্যাপার।
পাহাড়ি জনপদ লংগদু শিক্ষায় অনেক পিছিয়ে রয়েছে জানিয়ে ফরহাদ বলেন, ‘এ এলাকা থেকে লোকবল তৈরি করা অত্যন্ত কঠিন। এবারের ডাকসু নির্বাচনে সর্বমিত্র চাকমা, সাদিক কায়েম, হেমা চাকমা, আমিসহ অনেকে রয়েছে, যারা প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা। রাষ্ট্র থেকে সাপোর্ট পেলে এই পার্বত্য অঞ্চল থেকে আরও অনেক শিক্ষার্থী উঠে আসবে।’
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বড় জয় পায় ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। এই প্যানেলের জিএস পদে নির্বাচিত ফরহাদ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। তিনি গাথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের প্রাক্তন ছাত্র।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available