• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে আশ্বিন ১৪৩২ রাত ১০:১৭:৪৯ (04-Oct-2025)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে থানা ঘেরাও মামলায় যুবদল নেতা লাভলু গ্রেফতার

৪ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৮:৩০

সংবাদ ছবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা থানা ঘেরাও মামলায় যুবদলের বহিষ্কৃত নেতা ইউনুস আলী লাভলুকে আটক করেছে পুলিশ।

৪ অক্টোবর শনিবার দুপুরে হাতীবান্ধা উপজেলার আমতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

পুলিশ জানায়, লাভলু থানায় হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

Ad

এর আগে লালমনিরহাটের পাটগ্রাম থানা থেকে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে থানায় হামলা-ভাঙচুর ও হাতীবান্ধা থানায় পুলিশকে অবরুদ্ধ রাখার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের ২৭ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ।

গত ৩ জুলাই রাতে হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এএসআই) শাহেদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকেও আসামি করা হয়। এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের কয়েকজন নেতার নাম রয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, গ্রেফতার ইউনুস আলী লাভলুর বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল। তাকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লাভলু পূর্বে হাতীবান্ধা উপজেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর
৪ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:৩৪

সংবাদ ছবি
সেনবাগে স্ট্রোক করে কনস্টেবলের মৃত্যু
৪ অক্টোবর ২০২৫ রাত ০৮:১৩:৪৬



সংবাদ ছবি
নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা
৪ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৮:০৪



সংবাদ ছবি
নওগাঁয় বজ্রপাতে এক ব্যক্তি নিহত
৪ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০১:০৭



Follow Us