• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা কার্তিক ১৪৩২ রাত ০৯:৫৬:০০ (19-Oct-2025)
  • - ৩৩° সে:

বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প

নারায়ণগঞ্জে রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান

১৯ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:৪১

সংবাদ ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে জেলা বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার প্রচারণার অংশ হিসেবে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ২৫০০ রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেওয়া এবং রক্তদান কর্মসূচি পালন করা হয়।

১৯ অক্টোবর রোববার বিকেলে সিদ্ধিরগঞ্জ গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে ২য় দিনের মত এ ফ্রি মেডিকেল ক্যাম্পটির কার্যক্রম শেষ হয়।

Ad
Ad

মেডিকেল ক্যাম্পে চক্ষু, ডায়াবেটিস, হার্ট, গাইনী, শিশু, মেডিসিন, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা রোগীদেরকে চিকিৎসা প্রদান করা হয়।

Ad

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা জুলেখা জানান, দুই দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নেওয়ার জন্য আমরা সিদ্ধিরগঞ্জ এলাকার খেটে খাওয়া ও গরিব মানুষ এখানে এসেছি। প্রত্যেক বিভাগের ভিন্ন ভিন্ন ডাক্তার থাকায় আমরা প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নিতে পেরেছি।

চিকিৎসা নিতে আসা সুমন জানান, আমি দীর্ঘদিন ধরে চর্মরোগে ভুগছিলাম, আজকে এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা এবং বিনামূল্যে এক সপ্তাহের ওষুধ পেয়েছি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে আমাদের এই কার্যক্রম সম্পন্ন করেছি। এখানে যারা চিকিৎসা নিয়েছে প্রত্যেকের জন্য এক সপ্তাহের ঔষধ বিনামূল্যে মেডিকেল ক্যাম্প থেকে সরবরাহ করা হয়েছে।’

মামুন মাহমুদ আরও বলেন, ‘রাজনীতি হল মানুষের কাছে থাকা, পাশে থাকা ও তাদের সুখ-দুঃখ গুলো উপলব্ধি করা, তাই জাতীয়তাবাদী দল বিএনপি'র শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী আমরা এই মেডিকেল ক্যাম্পটি আয়োজন করেছি।’

তিনি বলেন, ‘আমরা আশা করছি এ সমস্ত সামাজিক কার্যক্রম গুলোর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি সুস্থ বার্তা প্রচার হবে যে, রাজনীতি মানে হল মানুষের সেবায় নিজেকে বিলীন করে দেয়া।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
জনতা ব্যাংক পিএলসির উদ্যোগে তারুণ্যের উৎসব
১৯ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৩২:০৪




সংবাদ ছবি
শিবালয়ে নৌ পুলিশের অভিযান, গ্রেফতার ৭৮
১৯ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১১:৫৯



Follow Us