নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলায় মসজিদভিত্তিক কার্যক্রম নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
১৯ অক্টোবর রোববার বিকেলে উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম।
নোয়াখালী জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফজলে রাব্বী বলেন, 'কাশেম বাজার জামে মসজিদে শনিবার আমাদের মসজিদভিত্তিক দারসুল কুরআন প্রোগ্রাম ছিল। যুবদলের কয়েকজন সেখানে হামলা চালায়। এর প্রতিবাদে রোববার একই মসজিদে কুরআন তালিমের কর্মসূচি ঘোষণা করে ছাত্রশিবির। আসরের নামাজের পর অনুষ্ঠান শুরু হয়। বিকেল ৫টার দিকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সেখানে হামলা চালান। তাদের ইট-পাটকেলে আমাদের নোয়াখালী শহর শিবিরের অফিস সম্পাদক তানভীর সিয়াম, আইন সম্পাদক নাঈম হোসেনসহ ২৫ জন আহত হয়েছেন।'
এদিকে স্থানীয় বিএনপি নেতারা দাবি করেন, আসরের নামাজের পর শিবিরের নেতাকর্মীরা মসজিদে স্লোগান দিয়ে তাদের অনুষ্ঠান শুরু করেন। বিএনপির নেতাকর্মীরা এতে বাধা দিলে উল্টো তাদের ওপর হামলা চালানো হয়। এতে নেওয়াজপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের ২০ নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. আক্তার, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমানসহ ৮ নেতাকর্মীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মসজিদে হামলার অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম বলেন, ‘জামায়াত-শিবিরের হামলায় বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়েছেন।’হামলাকারীদের শাস্তি দাবি করেন তিনি।
জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার বলেন, 'বিএনপির হামলায় জামায়াত-শিবিরের ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মারধর করে মসজিদে তালা মেরে রাখা হয়।’
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available