কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে এক কোটি ১৫ লাখ ৫১ হাজার টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৮ অক্টোবর শনিবার ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র দুটি পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ান (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি এবং আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত থেকে প্রায় আট কিলোমিটার ভেতরে বুড়িচং ও পাঁচথুবি এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩২৩ পিস ভারতীয় শাড়ি, ১৮০ পিস শাল এবং ১,৭১৪ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫১ হাজার টাকা।
উদ্ধার পণ্যসমূহ পরবর্তী আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হবে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available