ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পাল কর্তৃক পবিত্র কোরআন অবমাননার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে ফটিকছড়ির সাধারণ মুসলিম জনতা। এ ঘটনায় অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর রোববার আসরের নামাজের পর উপজেলার নাজিরহাট ঝংকার মোড়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, পবিত্র কোরআন অবমাননার মতো ঘৃণ্য ঘটনায় মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এটি শুধু অবমাননা নয়, মুসলমানদের কলিজায় আঘাত। তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত অপূর্ব পালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় কার্যকর না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
হেফাজত নেতা মুফতি আবু মাখনুন মুহাম্মদের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার আমির মাওলানা আইয়ুব বাবুনগরী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র নায়েবে আমির মাওলানা জুনায়েদ বিন জালাল, নায়েবে আমির শেখ হোসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, উপজেলা যুগ্ম সম্পাদক মাওলানা মাহমুদ শাহ, মুফতি শওকত বিন হানিফ, মাওলানা শোয়াইব, মাওলানা জুনায়েদ জওহর, মাওলানা ইরফান সাদেক, আলমগীর বিন কবির, মাওলানা আজগর ছালেহী, মাওলানা ইরফান কাদের, মাওলানা তারেকুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইসলামাবাদী ও মাওলানা রহমত উল্লাহ প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নাজিরহাট ঝংকার মোড় এলাকা প্রদক্ষিণ করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available