খোকসা (কুষ্টিয়া)প্রতিনিধি: জনবল সংকটে কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও পশু হাসপাতালের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে প্রায় দেড় হাজার খামারি ও কয়েক লাখ কৃষক প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ থেকে বঞ্চিত হচ্ছেন।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, উপজেলা প্রাণিসম্পদ অফিসে ১১টি পদে কর্মকর্তা-কর্মচারী থাকার কথা। বর্তমানে কর্মরত আছেন ৬ জন।
এই উপজেলায় ২ লাখের বেশি গবাদিপশু ও ৫ লাখের বেশি হাঁস-মুরগি রয়েছে। কিন্তু চিকিৎসক সংকটে পশুর সময়মতো সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।
পদ শূন্য থাকার প্রভাবে উপজেলায় পশুপাখির নিয়মিত টিকাদান, চিকিৎসা, সম্প্রসারণ, কৃত্রিম প্রজনন, গরু মোটাতাজাকরণ ও খামার পরিদর্শন মারাত্মকভাবে ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন খামার মালিকেরা। তাঁদের অভিযোগ, বিনামূল্যে ঔষধ থেকেও টাকা নেওয়া হয়, সরবরাহ থাকার পরও কোম্পানির ঔষধ কিনতে বাধ্য করা হয়৷
অভিযোগ উঠেছে, খামার মালিকেরা বিভিন্ন সমস্যা নিয়ে খামার পরিদর্শনের কথা প্রাণী সম্পদ কার্যালয়ে জানালেও কোনো কর্মকর্তা বা কর্মচারী সঠিক সময়ে খামার পরিদর্শনে যায়না। লোকবল সংকটের কথা বলে সময় পার করেন। এমনকি পশু মৃত্যুর পরেও কারণ উদঘাটন করতে যায়না কর্মকর্তারা। সরকারি বরাদ্দকৃত ওষুধ প্রয়োগ করেও তারা টাকা আদায় করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
খোকসা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সোহেল রানা এশিয়ান টিভিকে বলেন, 'জনবল সংকটের ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে আসছি। আশা করছি, দ্রুত সমাধান হবে।'
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available