• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে আশ্বিন ১৪৩২ রাত ০৮:৫৮:৫৩ (15-Oct-2025)
  • - ৩৩° সে:

আইএসও সনদ পেলো ডিয়ার হেলথ কেয়ার লিমিটেড

১৫ অক্টোবর ২০২৫ সকাল ০৮:১৬:০১

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে আন্তর্জাতিক মান সংস্থা (ISO) প্রদত্ত ISO 9001:2015 (Quality Management System) সার্টিফিকেশন অর্জন করেছে দেশীয ভেষজ প্রসাধনী পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডিয়ার হেলথ কেয়ার লিমিটেড। ১৪ অক্টোবর (মঙ্গলবার) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) তে বিশ্ব মান দিবস ২০২৫ অনুষ্ঠানে এই সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান, বিএসটিআইয়ের মহাপরিচালক (গ্রেড-১) এস. এম. ফেরদৌস আলম, কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ. এইচ. এম. সফিকুজ্জামান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী এবং অন্যান্য অতিথিবৃন্দ।

Ad
Ad

উৎপাদন, মাননিয়ন্ত্রণ ও গ্রাহকসেবা ব্যবস্থায় সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার স্বীকৃতি স্বরূপ এই সনদ পেয়েছে প্রতিষ্ঠানটি। এ অনুষ্ঠানে সার্টিফিকেটটি গ্রহণ করেন ডিয়ার হেলথ কেয়ার লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মাসুক মিয়া।

Ad

মোহাম্মদ মাসুক মিয়া বলেন, ‘আমরা অনেক আনন্দিত যে বিএসটিআই কর্তৃক আন্তর্জাতিক মান সংস্থা (ISO) প্রদত্ত ISO 9001:2015 (Quality Management System) সার্টিফিকেশন অর্জন করতে পেরেছি। ডিয়ার ব্র‍্যান্ড দৃঢ়ভাবে বিশ্বাস করে — গুণগত মানই সাফল্যের প্রকৃত পরিচয়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
চার জেলায় নতুন ডিসি নিয়োগ
১৫ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৮:০০



সংবাদ ছবি
বকশীগঞ্জে তাঁতীলীগ নেতা গ্রেফতার
১৫ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৪১:৪৯





Follow Us