ডেস্ক রিপোর্ট: আগামী ২৭ অক্টোবর দুই দিনের সফরে ঢাকায় আসছেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী জোহান সাথফ। ২১ অক্টোবর মঙ্গলবার ঢাকার জার্মান দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, উপমন্ত্রী জোহান সাথফ আগামী ২৭-২৮ অক্টোবর বাংলাদেশ সফর করবেন। এটি জার্মানির একটি উচ্চ পর্যায়ের সফর হবে।
এ ছাড়া জার্মান সংসদ সদস্য বরিস মিজাতোভিচ ২৬-২৮ অক্টোবরের মধ্যে বাংলাদেশ সফর করবেন। এর আগে জার্মানির একটি প্রতিনিধিদল গত ১৭-২১ অক্টোবর বাংলাদেশ সফর করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available