• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩২ রাত ০১:০১:৩৭ (30-Sep-2025)
  • - ৩৩° সে:

লালমনিরহাট সীমান্তে দুর্গাপূজা উপলক্ষে বিজিবি-১৫ কড়া নিরাপত্তা

২৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৩:৫৪

সংবাদ ছবি

লালমনিরহাট প্রতিনিধি : সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড-১৫ বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েনসহ পূজামণ্ডপে টহল জোরদার করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে জেলা সদরের মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি দক্ষিণপাড়া দুর্গামন্দির পরিদর্শন করেন বিজিবি-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম।

Ad
Ad

এ সময় তিনি জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল চালানো হচ্ছে। চলাচলরতদের ওপর সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। নির্বিঘ্নে পূজা উদযাপনে বিজিবির স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। তারা টহলের পাশাপাশি বিভিন্ন মন্দিরও পরিদর্শন করছেন।

Ad

উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি কাজ করছে বলেও জানান তিনি। এ বছর দেশের অন্যতম নিকটবর্তী সীমান্ত এলাকা লালমনিরহাট জেলায় মোট ১৪৫টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘বিজিবি সবসময় জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। জনগণ যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে, সে লক্ষ্যে বিজিবি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে কাজ করছে।’

তিনি আরও জানান, তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার পাশাপাশি একটি বিশেষ সুরক্ষা অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিজিবি সর্বদা সজাগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
৪ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষিদ্ধ
২৯ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৪২:২০



সংবাদ ছবি
স্বাস্থ্য ক্যাডারের ২১ জনের সুপারিশ স্থগিত
২৯ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:০১:৪১


সংবাদ ছবি
বৃদ্ধাকে গলা কেটে হত্যা, কিশোর গ্রেফতার
২৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৪০





Follow Us