• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই আশ্বিন ১৪৩২ সকাল ০৬:৫৪:২৯ (29-Sep-2025)
  • - ৩৩° সে:

নওগাঁয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছুরিকাঘাতে আহত

২৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৯:১৬

সংবাদ ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার চকরামচন্দ্র এলাকায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. মাসুদ রানাকে ছুরিকাঘাত করে আহত করেছে দুর্বৃত্তরা।

২৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, বাসার সামনে বৃষ্টির পানি জমা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তরা মাসুদ রানার স্ত্রী মোছা. সাদিকা আক্তারকে মারধর করে। এসময় তার স্বামীকে হত্যার উদ্দেশ্যে পেটে ছুরি চালানো হলে তিনি সামান্য সরে যাওয়ায় আঘাত বাম রানে লাগে। এতে প্রায় দেড় ইঞ্চি গভীর জখম হয়।

Ad

পরে স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মাসুদ রানাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা তার ক্ষতস্থানে তিনটি সেলাই দেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় স্থানীয় যুবক মো. জুয়েল (২৭) ও মিথুন (৫০)সহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। স্থানীয়রা জানান, আসামি জুয়েল এলাকায় একাধিকবার বিবাদে জড়িয়েছে এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়ে আসামি জুয়েল স্বীকার করে বলেন, ‘মাসুদ রানা আমার মা-বাবাকে গালিগালাজ করায় আমি সহ্য করতে না পেরে ছুরি মেরেছি।’ তবে অপর আসামি মিথুন দাবি করেন, তিনি মারামারি শেষে ঘটনাস্থলে যান।

এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম সিদ্দিকী জানান, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
২৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:২৬:২৪



সংবাদ ছবি
হাজি সেলিমের বাড়িতে অভিযান, মিলল বিলাসবহুল ৬ গাড়ি
২৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৭:১৮


সংবাদ ছবি
হজের তিন প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৪ লাখ ৬৭ হাজার
২৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১১:৩৫


সংবাদ ছবি
সরিষাবাড়ীতে বজ্রপাতে কিশোরের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৪:৩৫



Follow Us