লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও দু’জন আহত হয়েছেন।
২৭ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নের চিনিবটতলা মোড়ে ও রাত সোয়া ৯টার দিকে বিলমাড়িয়া ইউনিয়নের কয়লার ডহর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার লালপুর ইউনিয়নের বালিতিতা ইসলামপুর (মহেশপুর) গ্রামের মৃত দুখু কসাইয়ের ছেলে ভ্যানচালক এরশাদ আলী (৪০) ও বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের মৃত ফজল আলীর ছেলে মো. বাবলু আলী (৬০)।
আহতরা হলেন, মোহরকয়া গ্রামের বজলুর রহমানের ছেলে মোটরসাইকেল চালক নুর আলম (২২) ও অজ্ঞাত (৫৫) এক নারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লালপুর-বাঘা মহাসড়কের উপজেলার লালপুর ইউনিয়নের চিনিবটতলা মোড়ে রাজশাহীগামী হাইস মাইক্রোবাস মহেশপুর গ্রামের মৃত দুখু কসাইয়ের ছেলে ভ্যানচালক এরশাদ আলীকে (৪০) সজোরে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ওই গাড়ির চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ঘাতক মাইক্রোবাস ও চালক নওগাঁ সাপাহারের অনাথপুর গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে মো. হারুন অর রশিদকে (৩৫) আটক করে লালপুর থানা হেফাজতে নেওয়া হয়েছে।
অপর দিকে শনিবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে বিলমাড়িয়া ইউনিয়নের কয়লার ডহর নামক স্থানে মোহরকয়া গ্রামের মৃত ফজল আলীর ছেলে মো. বাবলু আলী (৬০) বিলমাড়িয়া থেকে নিজ বাড়িতে আসার পথে রাস্তা পারাপারের সময় মোহরকয়া গ্রামের বজলুর রহমানের ছেলে মোটরসাইকেল চালক নুর আলম (২২) তার রেজিস্ট্রেশন বিহীন আরটিআর মোটরসাইকেল দিয়ে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এসময় নিহত মো. বাবলু আলী ও মোটরসাইকেল আরোহী নুর আলম গুরুতর রক্তাক্ত জখম হন। এ সময় অজ্ঞাত (৫৫) এক নারী আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে গুরুতর আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজশাহীর বানেশ্বর নামক স্থানে রাত ১০টার দিকে মো. বাবলু আলীর মৃত্যু হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available