লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চোরাই ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর ভোর রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মো. মকবুল হোসেন, মিলন মিয়া, রাকিব হোসেন, সোহেল, মাসুদ রানা, আল-আমিন, জাহিদ ইসলাম ও রহমতুল্লাহ। তারা লালমনিরহাট জেলার কালীগঞ্জ, হাতীবান্ধা এবং রংপুরের গঙ্গাচড়া উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানের শুরুতে কালীগঞ্জ উপজেলার তেতুলতলা বাজার থেকে চক্রের হোতা মো. মকবুল হোসেন ও সহযোগী মিলন মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন লাল-কালো ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে হাতীবান্ধা থানা এলাকায় একাধিক অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানে মোট ৬টি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। গ্রেফতাররা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন লালমনিরহাট জেলা পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available