• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩২ রাত ০১:০৮:০১ (30-Sep-2025)
  • - ৩৩° সে:

৪ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষিদ্ধ

২৯ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৪২:২০

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ডিম ছাড়া ও প্রজননের জন্য আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত- ২২ দিন ইলিশ ধরা, আনা-নেওয়া, বাজারজাত ও মজুদ নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এই সময়ে ইলিশ রক্ষায় বিশেষ অভিযান চালানো হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, এ অভিযানের সময় জলসীমার বাইরে মাছ ধরা ট্রলারের অনুপ্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। নদীতে ড্রেজিং সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। সমুদ্র, উপকূল ও মোহনায়ও প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন ধরে ইলিশ আহরণ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

Ad
Ad

২৯ সেপ্টেম্বর সোমবার প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

Ad

তিনি বলেন, ‘মা ইলিশ রক্ষা করতে বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা, বিশেষ করে মৎস্যজীবীদের মতামত অনুযায়ী এই সময়সীমা নির্ধারণ করা হয়।’

উপদেষ্টা জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুম (৪ থেকে ২৫ অক্টোবর)। আশ্বিনী পূর্ণিমার পূর্বের চার দিন এবং অমাবস্যার পরের তিন দিনকে অন্তর্ভুক্ত করে মোট ২২ দিন এই অভিযান চলবে। প্রজনন মৌসুমের পূর্ণিমা ও অমাবস্যা উভয় সময়ই ডিম পাড়ার জন্য গুরুত্বপূর্ণ হওয়ায়, দুটি পর্যায় অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ প্রজনন নিশ্চিত করা হয়েছে। এই কর্মসূচি ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ নামে পরিচিত। অভিযান পরিচালনায় মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌপুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনী এবং বিমান বাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশগ্রহণ করবে।

২২ দিনের এই নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের জন্য সরকারের উদ্যোগ সম্পর্কে ফরিদা আখতার বলেন, ‘৩৭টি জেলার ১৬৫টি উপজেলার ৬ লাখ ২০ হাজার ১৪০ জেলে পরিবারকে ভিজিএফ (চাল) দেওয়া হবে, পরিবার প্রতি বরাদ্দ থাকবে ২৫ কেজি করে চাল, যা পুরো কার্যক্রমে মোট ১৫ হাজার ৫০৩ দশমিক ৫ টন চাল প্রয়োজন হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
৪ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষিদ্ধ
২৯ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৪২:২০



সংবাদ ছবি
স্বাস্থ্য ক্যাডারের ২১ জনের সুপারিশ স্থগিত
২৯ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:০১:৪১


সংবাদ ছবি
বৃদ্ধাকে গলা কেটে হত্যা, কিশোর গ্রেফতার
২৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৪০





Follow Us