স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ মারাত্মক আকার ধারণ করছে। বর্ষার শেষেও ডেঙ্গুর ঊর্ধ্বমুখী প্রবণতা স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে, চলতি বছরে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা উদ্বেগজনক ভাবে ৯০৫ জনে উন্নীত হয়েছে।
২৯ সেপ্টেম্বর সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন শনাক্ত হওয়াসহ মোট ২৯ জন ডেঙ্গু রোগী বর্তমানে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিশেষ করে, চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত মোট ৩৯২ জন রোগী শনাক্ত হয়েছেন, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ মাস হিসেবে চিহ্নিত হয়েছে।
যদিও গত ২৪ ঘণ্টায় ১৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, এবং চলতি বছরে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৬ জনে, তবুও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর তারা নিশ্চিত করেনি।
উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় মশা নিধন ও জনসচেতনতা বাড়াতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনগণকে বেশ কিছু জরুরি পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। মশা তাড়ানোর ব্যবস্থা নিন, চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, কোথাও যেন পানি না জমে সেদিকে লক্ষ্য রাখুন ও জমে থাকা পানি দ্রুত অপসারণ করুন, মশার লার্ভা ধ্বংস করার ব্যবস্থা নিন এবং নিয়মিত মশারি ব্যবহার করুন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available