• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই কার্তিক ১৪৩২ দুপুর ১২:৫০:৩০ (21-Oct-2025)
  • - ৩৩° সে:

নেছারাবাদে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:৪৩:৩০

সংবাদ ছবি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে রতন বেপারী (৪০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন নেছারাবাদ থানা পুলিশ। তিনি উপজেলার বলদিয়া ইউনিয়নের লেবু বাড়ি গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত জনার্দন বেপারীর ছেলে।

১৯ জানুয়ারি রোববার সকালে উপজেলার ‘সোনারগোপ’ নামক স্থানে একটি আম গাছের সাথে গলায় দড়ি দেয়া অবস্থায় এলাকাবাসীরা দেখতে পায়। পরে থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করেছে নেছারাবাদ থানা পুলিশ। রতন বেপারী হোগলা পাতার খুচরা ও পাইকারি ব্যবসা করতেন।

Ad
Ad

রতন বেপারীর স্ত্রী যমুনা রানী বেপারী জানান, গত ৯ জানুয়ারি ব্যবসায়িক লেনদেনের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ব্যবসার খাতিরে বিভিন্ন লোকের সাথে লেনদেন করতো। গতকাল বিকেলেও আমি এবং আমার ছেলের সাথে ফোনে কথা হয়েছে। আমি বুঝে উঠতে পারছি না কেন তিনি গলায় দড়ি দিতে যাবে।

Ad

গ্রাম চৌকিদার দীপেন সরকার বলেন, সকাল নটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আম গাছের সাথে রতন বেপারীর ঝুলন্ত মরদেহ। দেখার সাথে সাথে থানায় খবর দিলে পুলিশ মরদেহ থানায় নিয়ে গেছে।

ইউপি সদস্য মনোজ কুমার ঢালী বলেন, রতন বেপারী গ্রামে থেকে হোগলা পাতার ব্যবসা করতেন। সেই সুবাদে বিভিন্ন জায়গায় মাল ডেলিভারি দিতেন এবং টাকা পয়সা লেনদেনের জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। শুনেছি গত সপ্তাহে টাকা আদায় করার জন্য ঢাকার উদ্দেশ্যে গিয়েছিলেন। এখন শুনি এলাকায় গলায় দড়ি দেয়া অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ভাঙা হাড় সহজে জোড়া লাগে না কেন?
২১ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৩১:০৯


সংবাদ ছবি
জবি শিক্ষার্থী হত্যার ঘটনায় মামলা
২১ অক্টোবর ২০২৫ দুপুর ১২:০৬:০৯




সংবাদ ছবি
শিক্ষকদের আমরণ অনশন, অসুস্থ ৬ জন
২১ অক্টোবর ২০২৫ সকাল ১১:৩০:৪৬




Follow Us