• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩২ রাত ০১:৪১:৪৭ (18-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাটোর-৪ আসনের এমপি আব্দুল কুদ্দুস গুরুত্বর অসুস্থ

২৯ আগস্ট ২০২৩ রাত ০৯:০৯:৫৬

সংবাদ ছবি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস গুরুত্বর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। শারীরিক উন্নতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে থাইল্যান্ডে নেয়ার কথা রয়েছে।

২৯ আগস্ট মঙ্গলবার আব্দুল কুদ্দুসের পারিবারিক এবং রাজনৈতিক সূত্র এ বিষয়ে নিশ্চিত করা হয়। তারা সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন।

সংসদ সদস্যদের ঘনিষ্টজন ছাত্রলীগের সাবেক নেতা আকরামুল ইসলাম মঙ্গলবার বিকেলে জানান, শ্বাষকষ্টজনিত কারণে এমপি আব্দুল কুদ্দুসকে শনিবার সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়। পরে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় আইসিউতে নেয়া হয়। শনিবার রাত থেকে তাকে আইসিইউতেই রাখা হয়েছে।

তিনি জানান, প্রতি ২ ঘন্টা পর পর স্বাস্থ্য পরিক্ষা-নিরীক্ষার প্রতিবেদন থাইল্যান্ডে পাঠাচ্ছে স্থানীয় চিকিৎসক বোর্ড। পরিস্থিতির উন্নতি ঘটলেই এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ড নেয়া হবে।

পারিবারিক সূত্র জানিয়েছে, চলতি বছর পরিবারসহ দ্বিতীয়বারের মতো পবিত্র হজ্ব পালন করেছেন সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। এছাড়া তিনি দীর্ঘদিন ধরেই শ্বাষকষ্ট জনিত রোগে ভুগছিলেন। তিনি নিয়মিত থাইল্যান্ডে চিকিৎসা নিচ্ছিলেন।

নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, উন্নত চিকিৎসা জন্য বিদেশ নিতে সোমবার রাতেই এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছিল। কিন্তু শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায় দেশের বাইরে নেয়া সম্ভব হয়নি। অবস্থার উন্নতি হলে থাইল্যান্ড নেওয়া হবে। সংসদ সদস্যের সুস্থ্যতা কমানায় দোয়া চেয়েছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
সৈয়দপুরে মিনি বার ও ফুটবল বিতরণ
১৭ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৪:২১

সংবাদ ছবি
রোববার পর্যন্ত যেমন থাকবে আবহাওয়া
১৭ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:০৫:২৬

সংবাদ ছবি
কালিয়াকৈরের কিশোর গ্যাং ‘পিচ্চি আকাশ গ্রেফতার
১৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:১৬

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৬২২
১৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:১৫

সংবাদ ছবি
শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না: ইসি
১৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৭:৪৭

সংবাদ ছবি
বাংলাদেশকে জাতিসংঘের চিঠি
১৭ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৮:২৫