• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা আশ্বিন ১৪৩২ সকাল ১০:৫৯:৩৬ (18-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

২৭ আগস্ট ২০২৩ বিকাল ০৩:৪৮:২৮

সংবাদ ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৩-২০২৫ কার্যমেয়াদের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট শনিবার সকালে গাজীপুর রিপোর্টার্স ক্লাব হলরুমে এ আয়োজন করা হয়।

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের নব-নির্বাচিত সভাপতি মো. মোস্তাকিম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. এ. ফরিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ক্লাবের প্রধান উপদেষ্টা লায়ন মো. গনি মিয়া বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় কবিতা পরিষদের গাজীপুর জেলা শাখার সভাপতি কবি আবু নাসির খান তপন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা এডভোকেট  মো. লাবিব উদ্দিন আহমেদ, এডভোকেট মো. ফয়েজুর রহমান তানজিল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, সাংবাদিকরা দেশের উন্নয়ন অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে উন্নয়ন ও ইতিবাচক সাংবাদিকতা আবশ্যক।

আলোচনা শেষে সকলের সুস্থতা-দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ