• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩২ ভোর ০৪:৩১:৩০ (14-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিদ্ধিরগঞ্জে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

২৯ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৪৩:৩৬

সংবাদ ছবি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে স্বর্ণা আক্তার (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ২৯ জুলাই শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: মোজাম্মেল হক।

নিহত স্বর্ণা আক্তার সিদ্ধিরগঞ্জের পূর্ব কলাবাগ এলাকার খোকন মিয়ার মেয়ে। তার স্বামীর নাম লুৎফর রহমান চিটাগাং রোডের রহমান এন্টারপ্রাইজের মালিক।

স্বর্ণা আক্তারের বড় ভাই মো. জনি জানান, আমার বোন স্বর্ণা আক্তার সাংসারিক বিভিন্ন বিষয়দি নিয়া হতাশাগ্রস্থ ছিল। শনিবার সকাল ৯ টার সময় আমার বোনের শ্বশুরবাড়ি থেকে সংবাদ পাই আমার বোন গলায় ফাঁস দিয়েছে। সংবাদ পেয়ে দ্রুত আমার বোনের শ্বশুর বাড়িতে যাই এবং দেখিতে পাই আমার বোন তার বসত ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলতেছে। বাড়ির লোকজনের সহায়তায় দরজা ভেঙ্গে আমার বোনকে নামিয়ে দ্রুত চিকিৎসার জন্য খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: মোজাম্মেল হক জানান, দুপুরের দিকে নিহতের মরদেহ সিদ্ধিরগঞ্জে নিয়ে আনা হলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে সে আত্মহত্যা করেছে, তা এখনও জানা যায় নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
শ্রীপুরে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ ৬ ডাকাত আটক
১৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৬:০৪

সংবাদ ছবি
জাকসু নির্বাচন: ভিপি ও জিএস হলেন যারা
১৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৩:০৩



সংবাদ ছবি
সড়কে ভোগান্তি: নেই ওয়াসার কোনো তদারকি
১৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:২৮

সংবাদ ছবি
জাকসু নির্বাচন: ফল ঘোষণা শুরু
১৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৬:৩৯