• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:০৫:১২ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সদরপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ ৭ জুয়াড়ি গ্রেফতার

২৭ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৫:৫৯

সংবাদ ছবি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে ১ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ ৭ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ নভেম্বর সোমবার রাতে উপজেলার পিঁয়াজখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম ওবায়দুর রহমান। তিনি বোয়ালমারী উপজেলার বাসিন্দা। দীর্ঘ ৫ বছর ধরে তিনি সদরপুর উপজেলায় ছদ্মবেশে বসবাস করে আসছিলেন।

অপরদিকে উপজেলার বাবুরচর এলাকা থেকে জুয়াখেলারত অবস্থায় ৭ জনকে গ্রেফতার করে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এরা হলেন, রিপন ব্যাপারী, রব মোল্যা, সেলিম শেখ, বজলু শেখ, নূর ইসলাম খান, আজিদ মাতুব্বর ও শহিদ মাতুব্বর।

এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন বলেন, আমরা রাতভর অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বোয়ালমারী থানায় হস্তান্তর করেছি এবং ৭ জন জুয়াড়িকে মামলা দিয়ে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
রাণীনগরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৪১:০৪