• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:০৩:৫০ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পিরোজপুরে কাঠশিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজান, সম্পাদক আউয়াল

২৩ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:১৯:১৮

সংবাদ ছবি

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে কাঠশিল্প শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আউয়াল খান।

২৩ ফেব্রুয়ারি শুক্রবার পিরোজপুরে জমকালো আয়োজনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ২৬২ জন ভোটারের মধ্যে ২৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

৭টি পদে আজ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর বাকী দু’টি পদ নির্বাচিত কমিটি মনোনয়ন দেবেন।

নির্বাচন প্রসঙ্গে সংগঠনের প্রধান উপদেষ্টা আ. বারেক শেখ বলেন, আমাদের এ ভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। কাঠশিল্প শ্রমিক সংগঠনের সদস্যরা যাকে খুশি তাকে ভোট দিয়েছেন।

ফলাফলে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, জয়ী এবং পরাজিত প্রার্থী সবাই মিলে মিশে আমরা আগামী দিনে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
রাণীনগরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৪১:০৪