• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ বিকাল ০৪:৫৪:৩৩ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নানা আয়োজনে পিরোজপুরে এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:১৯:০১

সংবাদ ছবি

পিরোজপুর প্রতিনিধি: সারাদেশের মত পিরোজপুরেও জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্যে পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউনক্লাবের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও গ্লোবাল টিভির রিপোর্টার জুবায়ের আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান।

এখন টিভির রিপোর্টার ইমন চৌধুরীর সঞ্চলনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফারহান ফায়েজ।

সভায় বক্তারা এশিয়ান টেলিভিশনের সাফল্য কামনা করে বলেন, এশিয়ান টিভি তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের কাছে ইতোমধ্যে আস্থা অর্জন করেছে। সামনের দিনে আরও এগিয়ে যাবে সবার এটাই প্রত্যাশা।

এ সময় উপস্থিত ছিলেন তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রি, দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি গাজী এনামুল হক লিটন, ভোরের পাতা প্রতিনিধি নাছির উদ্দীন, মানবধিকারকর্মী নুরুল্লাহ আল আমিন, ব্যবসায়ী ফেরদৌস ওয়ালিদ রাসেল, পিরোজপুর উচ্চ বালক বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
রাণীনগরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৪১:০৪