• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ভাদ্র ১৪৩২ রাত ১১:৫৩:১৮ (13-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভোট দেয়ায় রাঙামাটিতে অপহৃত ৩ জনকে ২ দিনপর উদ্ধার

১০ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:০২:১৪

সংবাদ ছবি

রাঙামাটি প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যাওয়ায় রাঙামাটির কাউখালী থেকে উপজাতীয় তিনজনকে অপহরণ করে নিয়ে পাহাড়ি সন্ত্রাসীরা। আইনশৃঙ্খল বাহিনীর তৎপরতায় ঘটনার ২ দিন পর তাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে তারা।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনের দিন বিকেলে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর অস্ত্রধারীরা তিনজনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড় আমছড়ি এলাকা থেকে তাদের অপহরণ করে। অপহৃতরা হলেন ওই এলাকার চাখিয়াই মং মারমা (২২), বাদো মারমা (৩০) ও চিংথোয়াই প্রু মারমা (২৫)। অপহৃতরা সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।

রাঙামাটি সদর সেনাজোন কর্তৃপক্ষ জানিয়েছে, অপহরণের পরপরই উদ্ধার তৎপরতায় নামে সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন ও কাউখালী সেনা ক্যাম্পের সদস্যরা। সেনাবাহিনীর তৎপরতায় ইউপিডিএফ সন্ত্রাসীরা ১০ জানুয়ারি বুধবার ভোররাতে অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয়। সকালে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কাউখালী থানার ওসি রাজীব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নানামুখী তৎপরতার মধ্যে অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে সন্ত্রাসীরা। তবে এ ঘটনায় অপহৃতদের পরিবারের পক্ষ থেকে কেউই কাউখালী থানায় কোনো ধরনের লিখিত অভিযোগ দায়ের করেননি বলেও জানিয়েছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
শ্রীপুরে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ ৬ ডাকাত আটক
১৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৬:০৪

সংবাদ ছবি
জাকসু নির্বাচন: ভিপি ও জিএস হলেন যারা
১৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৩:০৩



সংবাদ ছবি
সড়কে ভোগান্তি: নেই ওয়াসার কোনো তদারকি
১৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:২৮

সংবাদ ছবি
জাকসু নির্বাচন: ফল ঘোষণা শুরু
১৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৬:৩৯