• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা আশ্বিন ১৪৩২ সকাল ০৭:৩৫:৫১ (18-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বগুড়ায় হরতালে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষ, আহত ১০

২৯ অক্টোবর ২০২৩ দুপুর ১২:৪৮:২৭

সংবাদ ছবি

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় হরতালের সমর্থনে বিএনপি-ছাত্রদলের মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। পরে রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

বিএনপির ডাকে ২৯ অক্টোবর রোববার সকাল থেকে বগুড়ায় হরতাল চলছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। তবে শহরে রিকশা, অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল করছে।

হরতালের সমর্থনে সকালে শহরের নবাববাড়ি বিএনপি কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিল শহরের পুলিশ প্লাজার সামনে এলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। 

এ ঘটনায় বগুড়া সদর থানার ওসি সাইহান ওয়ালিউল্লাহ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয়সহ ১০ জন আহত হয়েছেন।

অন্যদিকে শহরের গালাপট্টি শহর বিএনপির কার্যালয় থেকে ছাত্রদল ও বিএনপির একটি গ্রুপ আওয়ামী লীগ অফিসে হামলা চালানোর চেষ্টা করে। এ সময় তাদের প্রতিহত করা হলে বিএনপি ও ছাত্রদল কর্মীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ধাওয়া দিলে তারা চলে যায়।

এদিকে, হরতালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। শহরের কেন্দ্রস্থল সাতমাথাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া র‌্যাব শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
সৈয়দপুরে মিনি বার ও ফুটবল বিতরণ
১৭ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৪:২১

সংবাদ ছবি
রোববার পর্যন্ত যেমন থাকবে আবহাওয়া
১৭ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:০৫:২৬

সংবাদ ছবি
কালিয়াকৈরের কিশোর গ্যাং ‘পিচ্চি আকাশ গ্রেফতার
১৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:১৬

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৬২২
১৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:১৫

সংবাদ ছবি
শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না: ইসি
১৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৭:৪৭

সংবাদ ছবি
বাংলাদেশকে জাতিসংঘের চিঠি
১৭ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৮:২৫