নিজস্ব প্রতিবেদক: সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিক্তার জমি-ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া তার নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
১৩ অক্টোবর সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
হনুফা আক্তার রিক্তার জব্দ হওয়া সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই মৌজায় সাড়ে ৩৩ শতক জমি ও রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় ৪৭৮০ বর্গফুটের ফ্ল্যাট। এসব সম্পত্তির বাজার মূল্য ১ কোটি সাত লাখ ৪৮ হাজার টাকা বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন। অপর দিকে পাঁচটি ব্যাংক হিসাবে ১৯ লাখ ৭৩ হাজার টাকা রয়েছেন বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন।
১৩ অক্টোবর সোমবার আদালতে এই আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক আইনুন্নাহার রাইহান।
আবেদনে উল্লেখ করা হয়েছে, হনুফা আক্তার রিক্তা ও তার স্বামী মুজিবুল হক পরস্পর সহায়তায় অসৎ উদ্দেশ্যে তিন কোটি আটাশ লাখ তেতাল্লিশ হাজার টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক নিজেদের ভোগদখলে রেখেছেন মর্মে অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং তার স্বামী মুজিবুল হকের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ প্রভাব দ্বারা অর্জিত আয় স্ত্রীকে নিয়ে অপরাধমূলক সহায়তা করায় ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারাসহ দণ্ডবিধি’র ১০৯ ধারায় দুদক মামলা দায়ের করেন। আসামি হনুফা আক্তার রিক্তার স্বার্থ সংশ্লিষ্ট অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।
এমতাবস্থায়, মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার এজাহারভুক্ত আসামি হনুফা আক্তার রিক্তার নামে অর্জিত বা তার স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধের আদেশ দানে আদালতে প্রার্থনা করা হলো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available