আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সহায়তা নিয়ে যাওয়া আন্তর্জাতিক নৌ-অভিযান ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে ইতালি সরে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজার উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে ইতালীয় যুদ্ধজাহাজ আর বহরটির সঙ্গে থাকবে না বলে জানায়। এতে অংশগ্রহণকারীরা ইসরায়েলি হামলার মুখে আরও ঝুঁকিতে পড়বেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ৪০টির বেশি নৌকা ও পাঁচ শতাধিক যাত্রী নিয়ে গঠিত এ বহরে আছেন সংসদ সদস্য, আইনজীবী, সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ বিভিন্ন দেশের মানুষ। তাদের লক্ষ্য—ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো।
ইতালি ফ্লোটিলাকে সাইপ্রাসে থেমে সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু সংগঠকেরা তা প্রত্যাখ্যান করে বলেছে, আমাদের যাত্রা চলবেই।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে গ্রীস উপকূলে বহরটি ড্রোন হামলার শিকার হয়। ফ্লোটিলা সদস্যরা ইসরায়েলকে দায়ী করলেও তেলআবিব তা অস্বীকার করেছে। তবে ইসরায়েল স্পষ্ট জানিয়েছে, যেকোনো মূল্যে তারা গাজায় পৌঁছানো ঠেকাবে।
ফ্লোটিলার ইতালীয় মুখপাত্র মারিয়া এলেনা দেলিয়া বলেন, আজ রাতেই ইসরায়েল আমাদের আক্রমণ করতে পারে। ইতালির প্রতিরক্ষামন্ত্রীও মনে করছেন, নৌবহরটি থামিয়ে সদস্যদের আটক করা হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফ্লোটিলা বন্ধের আহ্বান জানিয়েছেন। আর পোপ লিও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় অভিযান চালাচ্ছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available