চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে অক্টোবর মাসজুড়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উদযাপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১ অক্টোবর বুধবার সকাল ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যেমে এই কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এই সচেতনতা কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সিএসসিআর ও স্নাতকোত্তর সার্জিকাল শিক্ষা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়া। শোভাযাত্রাটি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যাত্রা শুরু করে জিইসি মোড়ের বিএমএ ভবনে শেষ হয়।
পরে দুপুর দেড়টায় বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও কনসালটেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান সিএসসিআর’র কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সিএসসিআর’র চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। বক্তব্য রাখেন সিএসসিআরের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরশেদুল করিম চৌধুরী।
সচেতনতা কার্যক্রমের আওতায় অক্টোবর মাসব্যাপী প্রতি শনিবার, সোমবার ও বুধবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও কনসালটেশন কার্যক্রম চলবে। এই কার্যক্রমে নিবন্ধিত রোগীদের প্রয়োজনীয় পরীক্ষাসমূহের শতকরা ৫০ ভাগ ছাড় দেওয়া হবে। নিবন্ধনের জন্য সিএসসিআরের দ্বিতীয় তলায় অবস্থিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে হবে। স্ক্রিনিং কার্যক্রমের প্রথম দিনে ১ অক্টোবর সর্বমোট ৩৫ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ডাঃ সায়রা বানু শিউলি’র নেতৃত্বে ৫ (পাঁচ) সদস্যের চিকিৎসক দল এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন বলেন, ব্রেস্ট ক্যান্সার সচেতনতার এই ধরনের উদ্যোগ ইতোপূর্বে গ্রহণ করা হয় নাই। তিনি বলেন, এ ধরনের সচেতনতা শুধুমাত্র নারীদের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। পুরুষদেরও পূর্ণমাত্রায় নারীদের পাশে থেকে ব্রেস্ট ক্যান্সার রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সচেতনতা মাস উপলক্ষে মাসব্যাপী চট্টগ্রামে যে বিশাল কর্মকাণ্ড শুরু হয়েছে সেটা সারা দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
সিএসসিআরের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী বলেন, দেশে মানুষের ধারণা ‘ক্যানসার মানেই মৃত্যু’। কিন্তু দ্রুত শনাক্ত করা গেলে রোগীর সারভাইভাল রেট অনেক বেশি হয়। এক্ষেত্রে নারী-পুরুষ উভয়কেই সচেতন করতে হবে।
স্ক্রিনিং সুবিধা নিয়ে তিনি আরও বলেন, আমাদের বেস্ট টিম স্ক্রিনিং করবে। রোগীদের ব্রেস্টসংক্রান্ত যে কোনো সমস্যা মহিলা কনসালটেন্টরাই দেখবেন। প্রয়োজনে পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। পাশাপাশি আমরা ১০টি ফ্রি ব্রেস্ট ক্যানসার অপারেশন করব। এর জন্য মেয়রের সুপারিশের প্রয়োজন হবে। মেডিসিন থেকে শুরু করে অপারেশনের যাবতীয় খরচ আমরাই বহন করব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available