বিনোদন ডেস্ক: হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও অস্কারজয়ী তারকা ডায়ান কিটন আর নেই। ‘অ্যানি হল’ (১৯৭৭) চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য অস্কারজয়ী এই মার্কিন অভিনেত্রী ৭৯ বছর বয়সে ক্যালিফোর্নিয়ায় মৃত্যুবরণ করেন। স্থানীয় সময় ১১ অক্টোবর শনিবার পিপল ম্যাগাজিনকে তার পরিবারের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই মুহূর্তে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার অনুরোধ জানিয়েছেন।
ডায়ান কিটন তার ক্যারিয়ারে ৬০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি হলিউডে নিজের স্বতন্ত্র ফ্যাশনধারা—সুট, টার্টলনেক সোয়েটার এবং চওড়া টুপির জন্য পরিচিত ছিলেন।
১৯৭০-এর দশকে ‘দ্য গডফাদার’ ট্রিলজিতে আল পাচিনোর বিপরীতে কে অ্যাডামস চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি খ্যাতির শীর্ষে পৌঁছান। একই সময় পরিচালক উডি অ্যালেনের সঙ্গে ‘অ্যানি হল’-এ অভিনয় তাকে এনে দেয় অস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার।
২০০৪ সালে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কিটন বলেন, “‘অ্যানি হল’-এর চরিত্রটি ছিল আমারই এক আদর্শিক সংস্করণ। একটু বাড়িয়ে বলা যায়, সেটি ছিলাম আমি নিজেই।”
‘অ্যানি হল’ চলচ্চিত্রটি সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা মৌলিক চিত্রনাট্যের অস্কার জিতে নেয়। এর মাধ্যমে কিটন শুধু হলিউডের শীর্ষ অভিনেত্রী হিসেবেই নয়, বরং এক স্টাইল আইকন হিসেবেও জায়গা করে নেন।
তিনি উডি অ্যালেনের সঙ্গে মোট আটটি চলচ্চিত্রে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে ১৯৭৯ সালের বিখ্যাত ‘ম্যানহাটন’।
শুধু ৭০ দশকেই নয়, পরবর্তী কয়েক দশকেও তিনি নতুন প্রজন্মের দর্শকদের মুগ্ধ করে গেছেন। পরিচালক ন্যানসি মায়ার্সের সঙ্গে তার দীর্ঘ সহযোগিতায় তিনি ‘সমথিংস গটা গিভ’সহ চারটি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন।
ডায়ান কিটন একাধিকবার অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা মনোনয়ন পেয়েছেন। তিনি ‘রেডস’, ‘মারভিনস রুম’ এবং ‘সমথিংস গটা গিভ’-এর জন্যও অস্কার মনোনয়ন লাভ করেন।
তার অন্যান্য জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে দ্য ফার্স্ট ওয়াইভস ক্লাব, ফাদার অব দ্য ব্রাইড, দ্য ফ্যামিলি স্টোন এবং বুক ক্লাব সিরিজ।
১৯৪৬ সালের ৫ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসে ডায়ান হল নামে জন্ম নেওয়া কিটন জীবনে কখনও বিয়ে করেননি। তবে তিনি উডি অ্যালেন, আল পাচিনো এবং ওয়ারেন বিটির সঙ্গে সম্পর্কের কারণে আলোচনায় ছিলেন।
২০১৫ সালে এল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি পুরুষদের ভয়ও পেতাম, আবার তাদের প্রতিভায় গভীরভাবে আকৃষ্টও হতাম। কিন্তু আমার মতো কারও জন্য সেটি সফল বিবাহের পথ নয়, কারণ আমি মানিয়ে নিতে পারতাম না।”
ডায়ান কিটন রেখে গেছেন দুই সন্তান—ডেক্সটার ও ডিউককে, যাদের তিনি ৫০ বছর বয়সে দত্তক নেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available