বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাপেইন ২০২৫ এর উদ্ভোদন অনুষ্ঠিত হয়েছে।
১২ ই অক্টোবর রবিবার সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের বারাশিয়া কাজী আশরাফ উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্ভোদন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান সাগর। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রে সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিয়ার শামীম, মেডিকেল অফিসার ডা. সরদার তানভীর মাহমুদ অনিক, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, স্বাস্থ্য পরিদর্শক রঞ্জন সেন,এমটি (ইপিআই) মো. কামাল হোসেন, উক্ত স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষকসহ অভিভাবক গন উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান সাগর বলেন, টাইফয়েড ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত একটি রোগ। দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়, টাইফয়েড টিকার মাধ্যমে টাইফয়েড জ্বর এবং জ্বরজনিত জটিলতা প্রতিরোধ করা যায়, ১২ অক্টোবর, ২০২৫ হতে মাসব্যাপী সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলবে, বাংলাদেশ সরকারের উদ্যোগে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
ফকিরহাটে মোট ৩৯হাজার ৮’শ ৬২জন শিশু-কিশোর এই টিকা পাবে। এ সময়ে উক্ত বিদ্যালয়ের ১১৫ জন শিক্ষার্থীর মধ্যে ১১৪ জন শিক্ষার্থীকে টাইফয়েডের টিকা দেওয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available