শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদা পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। ৫ অক্টোবর রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলার সাতজন শিক্ষককে গুণী সম্মাননা প্রদান করে উপজেলা প্রশাসন।
গুণী শিক্ষক সম্মাননা প্রাপ্তরা হলেন মেহের ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন চৌধুরী, শাহরাস্তি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈমাম হোসেন, ভোলদীঘি কামিল মাদ্রাসার প্রভাষক নুর আলম, মাদ্রাসা শিক্ষক মো. ইউনুছ আনসারী, নিজ মেহের মডেল পাইলট উ.বির শিক্ষক মো. হাসান মজুমদার, সপ্রাবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা আক্তার ও সহকারী শিক্ষক মো. ফারুক আহমেদ মজুমদার।
‘শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন।
তিনি বলেন, “জাতি গঠনের মূল কারিগর হলেন শিক্ষক সমাজ। ২০২৫ সালের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্যটি বর্তমান শিক্ষা সংস্কার ও নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য অত্যন্ত সময়োপযোগী। এটি একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠিত হওয়া জরুরি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া গুণগত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।”
আলোচনা সভায় আরও উপস্থিত থেকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। অন্যান্যের মধ্যে শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. অলি উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদুর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আশ্রাফ খান, মাধ্যমিক শিক্ষক সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. আ. রহিম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন এমএসসি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকবুল হোসেন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available