• ঢাকা
  • |
  • সোমবার ২১শে আশ্বিন ১৪৩২ সকাল ১০:২৫:০১ (06-Oct-2025)
  • - ৩৩° সে:

নাটোরের বড়াইগ্রামে এক বৃদ্ধাকে হত্যা

৬ অক্টোবর ২০২৫ সকাল ০৮:২১:১৯

সংবাদ ছবি

নাটোর প্রতিনিধি: নাটোরে বড়াইগ্রামে মমতাজ বেগম নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে মুখমণ্ডল থেতলে হত্যা করা হয়েছে।

৫ অক্টোবর রোববার রাতে উপজেলার বনপাড়া পৌর শহরের সরদারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মৃত মমতাজ বেগম একই এলাকার মৃত শফিউল্লার স্ত্রী।

Ad
Ad

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, স্বামীর মৃত্যুর পর গত একযুগ ধরে বাড়িতে একাই থাকতেন মমতাজ বেগম। বৃদ্ধার এক ছেলে জাকির হোসেন মঞ্জু পাশেই অন্য বাড়িতে বসবাস করেন। আর মেয়ে বেবি আক্তার বিয়ের পর থেকে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। বৃদ্ধার দেখা শোনা ও বাড়ি পাহারা দিতেন সুফিয়া বেগম ও আবু সামা নামে দুজন।

Ad

তিনি আরও জানান, প্রতিদিনের মতই রোববার সাংসারিক কাজ সেরে সন্ধ্যায় সুফিয়া বেগম বাড়ি চলে যান। আর রাতে বাড়ি পাহারার দায়িত্বে থাকা আবু সামা এশার নামাজ পড়তে মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফিরে আবু সামা দেখেন মমতাজ বেগমের মুখমন্ডল থেতলানো। তিনি রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন।

পরে মমতাজ বেগমকে উদ্ধার করে ভ্যানযোগে দ্রুত পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ও পিবিআই সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। কে বা কারা বৃদ্ধাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি গোলাম সারওয়ার হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বিশ্ব বসতি দিবস আজ
৬ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৫০:২৮









Follow Us