স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ দল। আর এ লড়াই দেখতে মিরপুর স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
২০ জুলাই রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি উপভোগ করেছেন তিনি।
এদিন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক লিটন। আর এই সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তানি ব্যাটারদের সঙ্গে রীতিমতো ছেলে খেলা করেছেন মোস্তাফিজ-তাসকিনরা। এতে বাংলাদেশকে ১১১ রানের মামুলি লক্ষ্য দিয়েছে পাকিস্তান।
প্রথম ওভারে শেখ মাহেদীকে বোলিংয়ে আনেন লিটন। দ্বিতীয় বলে বাউন্ডারি খেলেও, ক্যাচ আউটের ফাঁদে ফেলেছিলেন ফখর জামানকে। কিন্তু সহজ ক্যাচ তালু বদ্ধ করতে পারেননি তাসকিন।
প্রথম ওভারে ফখর জামানের ক্যাচ মিসের পর বোলিংয়ে আসেন তাসকিন। আর এই ওভারেই সাইম আইয়ুবকে ক্যাচ আউট করে প্রায়শ্চিত্ত করেন তাসকিন। পরের ওভারে ৩ বলে ৪ রান করা হারিসকে ফেরান শেখ মাহেদী।
পঞ্চম ওভারে তানজিম সাকিবকে বোলিংয়ে আনেন লিটন। ওভারের শেষ বলে সালমানকে ক্যাচ আউট করেন সাকিব। ৯ বলে ৩ রান করেন এই পাকিস্তানি অধিনায়ক। এরপর মোস্তাফিজকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়ে হাসান নাওয়াজ। এতে পাওয়ার প্লেতে ৪১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে পাকিস্তান।
ব্যাটিং ব্যর্থতার দিনে দলকে আরও হতাশ করেন মোহাম্মদ নাওয়াজ। অষ্টম ওভারে রান আউট হন তিনি। ৫ বলে ৩ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার। এতে ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ম্যান ইন গ্রিনরা।
কিন্তু এক প্রান্ত আগলে রেখে রান তুলছিলেন ফখর জামান। কিন্তু দশম ওভারে মাহেদীর সোজা ক্যাচ তুলে দেন তিনি। তবে এবারেও তালুবদ্ধ করতে পারেননি টাইগার স্পিনার। কিন্তু শেষ রক্ষা হয়নি এই পাকিস্তানি ব্যাটারের।
১২তম ওভারে সিঙ্গেলের জন্য কল করলেও পিচে মাঝে থেকে না করে দেন খুশদিল শাহ। অন্যদিকে লিটনের হাতে দ্রুত বল পাঠিয়ে দেন তাসকিন। এতে ৪৪ রানে আউট হন ফখর জামান।
এরপর আব্বাস আফ্রিদিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন খুশদিল শাহ। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। ২৩ বলে ১৭ রান করেন তিনি। ১৯তম ওভারে বোলিংয়ে আসেন তাসকিন আহমেদ।
প্রথম বলে ফাহিম আশরাফকে (৫) ক্যাচ আউট, পরের বলে সালমান মির্জাকে রান আউট এবং পরের বলে আব্বাস আফ্রিদিকে ক্যাচ আউট করেন তিনি। এতে ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এ ছাড়াও মোস্তাফিজুর রহমান দুটি, শেখ মাহেদী ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট শিকার করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available