নাসির হোসেন
স্পোর্টস ডেস্ক : আগামীকাল ৬ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ইতোমধ্যে অংশগ্রহণকারী কয়েকটি দলের অধিনায়কের নাম প্রকাশ হয়েছে।
বৃহস্পতিবার ম্যাচের আগের দিন ঢাকা ডমিনেটরসও তাদের দলনেতার নাম প্রকাশ করলেন। নবম আসরে দলটির অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাসির হোসেন।
অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদ শোনা গেলে শেষ পর্যন্ত নাসিরের কাঁধেই উঠল গুরুদায়িত্ব। বৃহস্পতিবার দুপুরে মিরপুরে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দেখা গিয়েছে জাতীয় দলের এ সাবেক তারকা ক্রিকেটারকে।
ঢাকা ডমিনেটরস’র খেলোয়ারদের তালিকা
সরাসরি চুক্তিতে আছেন তাসকিন আহমেদ, চামিকা করুনারত্নে (শ্রীলঙ্কা) ও দিলশান মুনাবিরা (শ্রীলঙ্কা)।
দেশি খেলোয়ারদের মধ্যে আছেন- মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল-আমিন হোসেন, অলক কাপালি, মনির হোসেন, আরিফুল হক, মুক্তার আলি, মিজানুর রহমান ও দেলোয়ার হোসেন।
এছাড়া বিদেশি তালিকায় আছেন শান মাসুদ, আহমেদ শেহজাদ (পাকিস্তান), উসমান ঘানি (আফগানিস্তান) ও সালমান এরশাদ (পাকিস্তান)।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available