• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ সকাল ১০:৩৬:১৭ (29-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ সকাল ১০:৩৬:১৭ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

ফের ঢাকায় পদযাত্রা করবে বিএনপি

৭ ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:৫৯:১৭

ফের ঢাকায় পদযাত্রা করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে ফের রাজধানী ঢাকায় দুইদিন পদযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে রাতে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম-স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠ থেকে থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা হবে। আর ১২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে শ্যামলী ক্লাব মাঠ থেকে রিং রোড, শিয়া মসজিদ, তাজমহল রোড, নুরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বসিলা পর্যন্ত পদযাত্রা করা হবে।

অভিযোগ করে তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছে। বিএনপির ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি দেওয়ার পর এখন আওয়ামী লীগ ইউনিয়ন পর্যায়ে পাল্টা কর্মসূচি দিচ্ছে।

বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগকে তাদের ঘোষিত ইউনিয়ন পর্যায়ের পাল্টা কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান বিএনপি মহাসচিব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ