নিজস্ব প্রতিবেদক : গণঅভ্যুত্থানের বিজয়কে সুসংহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৯ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।


মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য স্বাভাবিক। তবে মতপার্থক্য থাকলেও চব্বিশের গণঅভ্যুত্থানের ত্যাগ যাতে বৃথা না যায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে সুসংহত করতে হবে।
লেখক ও চিন্তাবিদ ড. মাহবুব উল্লাহ বিএনপির ভিশন-২০৩০ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জানিয়ে দলের এই জ্যেষ্ঠ নেতা বলেন, জাতির সামনে উপস্থাপিত ওই রাষ্ট্রগঠনের রূপরেখার মূল কাঠামো নির্ধারণের দায়িত্বে ছিলেন মাহবুব উল্লাহ এবং পুরো প্রক্রিয়ায় তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available