• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই কার্তিক ১৪৩২ বিকাল ০৫:৫৪:৩০ (02-Nov-2025)
  • - ৩৩° সে:

আঞ্জুমান আরা সেবাকেন্দ্রের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

২ নভেম্বর ২০২৫ সকাল ১০:৪১:২৮

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উত্তর জগন্নাথকাঠিতে ডা. শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবাকেন্দ্রের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শনিবার সকাল ১০টায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ২৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

Ad

সেবাকেন্দ্রের প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প, খাদ্য সরবরাহ, বস্ত্র প্রদান ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ সেশন। স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে এসব সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রাজিয়া রহমান, সিনিয়র মেডিকেল অফিসার, শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্মানিত অতিথি ছিলেন জনাব সুদীপ্ত বিশ্বাস, সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, বরিশাল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব এস. এম. ইমরান আজাদ, আইনজীবী ও প্রতিষ্ঠাতা পরিচালক, ক্বারী নূর মোহাম্মদ ফাউন্ডেশন।

প্রধান চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. আশিক দত্ত, বিভাগীয় প্রধান, ল্যাবরেটরি মেডিসিন বিভাগ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল। চিকিৎসক দলে আরও ছিলেন — ডা. সৌভিক সরকার, এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন); ডা. প্রমথ মন্ডল, এমবিবিএস (ঢাকা); এবং ডা. প্রজ্ঞা লাবনী, এমবিবিএস (ঢাকা), শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. রেবেকা সুলতানা, প্রতিষ্ঠাতা ও পরিচালক, ডা. শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবাকেন্দ্র এবং অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. রেবেকা সুলতানা বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো। ডা. শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবাকেন্দ্র প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই ছিল মানবিক সেবাকে কেন্দ্র করে একটি দৃষ্টান্ত স্থাপন করা। আগামী দিনগুলোতেও আমরা এই ধারাবাহিকতা বজায় রাখব।’

প্রধান অতিথি ডা. রাজিয়া রহমান বলেন, ‘এই ধরনের সেবামূলক উদ্যোগ শুধু স্বাস্থ্যসেবাই দেয় না, সমাজে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেয়। প্রত্যন্ত এলাকার মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়াই প্রকৃত সেবা, যা এই প্রতিষ্ঠান নিয়মিত করে যাচ্ছে, এটি সত্যিই প্রশংসনীয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
অবশেষে শাপলা কলিতেই রাজি এনসিপি
২ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৩:৪৪

সংবাদ ছবি
সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
২ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২২:৫২


সংবাদ ছবি
এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা
২ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৪২:৪০




সংবাদ ছবি
ফের জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
২ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৫১:০০



Follow Us