স্বাস্থ্য ডেস্ক: বিশ্বব্যাপী ডায়াবেটিসের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ১৯৯১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) যৌথভাবে ১৪ নভেম্বরকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। বর্তমানে বিশ্বের প্রায় ১৭০টি দেশে এ দিবসটি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত হয়।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইডিএফ এর তথ্যমতে, বিশ্বে প্রতি ১০ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগীর মৃত্যু হয় এবং একই সময়ে দুইজন নতুন রোগী শনাক্ত হন। বাড়তে থাকা এ ঝুঁকি মোকাবিলায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দুইদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির অধিভুক্ত সমিতিগুলোও নিজ নিজ এলাকায় সচেতনতামূলক আয়োজন করছে।
১৪ নভেম্বরের কর্মসূচি:
সকাল সাড়ে ৮টায় শাহবাগ বারডেম কার পার্কিং থেকে টেনিস ক্লাব গেট পর্যন্ত প্লাকার্ডসহ রোড শো।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ৪র্থ তলায় হ্রাসকৃত মূল্যে হার্ট, নিউরো ও ভাসকুলার ক্যাম্প।
১৫ নভেম্বরের কর্মসূচি:
সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বারডেম, এনএইচএন ও বিআইএইচএস এর বিভিন্ন কেন্দ্রে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়।
বেলা ১০টায় বারডেম অডিটোরিয়ামে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। এতে প্রধান অতিথি থাকবেন বিইউএইচএস এর এমিরেটাস অধ্যাপক হাজেরা মাহতাব। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক মো. ফারুক পাঠান।
এছাড়া ১৪ ও ১৫ নভেম্বর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বারডেম হাসপাতালে ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ক্লিনিক্যাল হেমাটোলজি বিভাগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চলবে।
এ ছাড়া ডায়াবেটিস বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ ক্রোড়পত্র, ‘কান্তি’ ও ‘ডায়াবেটিস নিউজলেটার’ এর বিশেষ সংখ্যা, পোস্টার, লিফলেট ও স্টিকার প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available