• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে কার্তিক ১৪৩২ সকাল ১১:১৯:০০ (14-Nov-2025)
  • - ৩৩° সে:

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

ডায়াবেটিস রোগীর কাঁধে ব্যথায় করণীয়

১৪ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৫৩:১৩

সংবাদ ছবি

ডা. এম. ইয়াছিন আলী: ডায়াবেটিসের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় ১৪ নভেম্বর। এই দিনটি বিজ্ঞানী ফ্রেডেরিক ব্যানটিং-এর জন্মদিনে পালিত হয়, যিনি বিজ্ঞানী চার্লস বেস্টের সঙ্গে মিলে ইনসুলিন আবিষ্কার করেছিলেন। দিবস টি উপলক্ষে সচেতনতা তৈরি করতে ডায়াবেটিস রোগীর জন্য কিছু পরামর্শ দেয়া হলো-

Ad

ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা অন্যদের তুলনায় বেশি কাঁধের ব্যথায় ভোগেন। এর কারণ, অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার। ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে এটি বেশি হয়ে থাকে। এর ফলে ব্যথার পাশাপাশি কাঁধের সংযোগস্থল শক্ত হয়ে যায়। পর্যায়ক্রমে রোগী হাত ওপরে ওঠাতে পারেন না, পিঠের দিকে নিতে পারেন না এবং জামাকাপড় পরতে পারেন না। এমনকি চিরুনি দিয়ে চুল আঁচড়াতেও কষ্ট হয়।

Ad
Ad

কারণ: আগেই বলা হয়েছে, রক্তে অনিয়ন্ত্রিত শর্করা ফ্রোজেন শোল্ডারের অন্যতম কারণ। এ ছাড়া হাত দিয়ে ভারী কিছু ওঠাতে গিয়ে আগে কখনো ব্যথা পেয়েছিলেন, কিন্তু গুরুত্ব দেননি; তা থেকেও এ ব্যথা হতে পারে।

স্ট্রোকের (মস্তিষ্কে রক্তক্ষরণ) পর এ সমস্যা হতে পারে। সার্ভিক্যাল স্পন্ডিলোসিস রোগে ঘাড় ও বাহুর ব্যথার কারণে রোগী হাতের নড়াচড়া কমিয়ে দেন। এতে ক্রমেই কাঁধের সংযোগস্থল (জয়েন্ট) শক্ত হয়ে যেতে পারে।

চালক হঠাৎ কষে ব্রেক করলে গাড়ির যাত্রীরা নিজেদের রক্ষার জন্য হাতল বা কোনো কিছু শক্ত করে ধরে ফেলেন বা ধরার চেষ্টা করেন। এতে অনেকে ব্যথা পেয়ে থাকেন। যা পরে কাঁধ ব্যথার কারণ হয়ে দাঁড়ায়।

বয়স চল্লিশের ওপর গেলে হাড়ের ক্ষয় শুরু হয়। এ সময় জয়েন্টের অভ্যন্তরীণ সাইনোভিয়াল ফ্লুইড কমে যেতে থাকে। এ কারণে কাঁধের ব্যথার ঝুঁকি বাড়ে।

প্রতিকার

কাঁধে খুব ব্যথা না হলে ব্যথানাশক ওষুধ পরিহার করা ভালো। তবে মাংসপেশি স্বাভাবিক (রিলাক্স) করতে মাসল রিলাক্সেন্ট জাতীয় ওষুধের প্রয়োজন পড়ে।

পাশাপাশি প্রয়োজন সঠিক ও সময়োপযোগী ফিজিওথেরাপি। এ রোগের চিকিৎসায় কিছু ইলেকট্রো থেরাপিউটিক এজেন্ট খুব উপকারী।

রোগীকে প্রতিদিন কিছু ব্যায়াম করতে হয়। অবশ্যই রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে হবে।

ফ্রোজেন শোল্ডার খুব ধীরে ধীরে সারে। পুরোপুরি সারতে কয়েক মাস এমনকি বছরও লেগে যেতে পারে। তবে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক এর পরামর্শ নিয়ে রাখা ভালো।

লেখক: ডা.এম ইয়াছিন আলী
চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট 
ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, (দ্বিতীয় তলা), বাড়ি-১২/এ, রোড, ৪/এ, ধানমন্ডি, ঢাকা। 
হটলাইন: ০১৭১৭০৮৪২০২
Email : dresain20@gmail.com

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
হামজার জোড়া গোলেও জয় পেল না বাংলাদেশে
১৪ নভেম্বর ২০২৫ সকাল ১০:৪০:৪৬

সংবাদ ছবি
আশুলিয়ায় পিকআপে অগ্নিসংযোগ
১৪ নভেম্বর ২০২৫ সকাল ১০:৩৯:২৬



সংবাদ ছবি
ডায়াবেটিস রোগীর কাঁধে ব্যথায় করণীয়
১৪ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৫৩:১৩




Follow Us