স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকাসহ বিভিন্ন অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৩ কর্মকর্তাকে স্থায়ী ও ৩ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

১৩ নভেম্বর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. এনামুজ্জামান স্বাক্ষরিত ওই ৬ কর্মকর্তার পৃথক পৃথক বহিষ্কারাদেশ প্রকাশ করে কতৃপক্ষ।


স্থায়ী বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. অভিষেক বিশ্বাস।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার ফারজানা ইসলাম, নজরুল ইসলাম ও উপ-পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) তুহিন মাহমুদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের আইনের ২ (চ) ধারার ৪ এর উপধারা ৫(ঘ) অনুযায়ী তাদেরকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার মোহাম্মদ সাইফুল্লাহ ২০২৪ সালের ০৯ ডিসেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
এছাড়া উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম চলতি বছরের ১৪ মার্চ থেকে, সিনিয়র মেডিকেল অফিসার ডা. অভিষেক বিশ্বাস ১১ ফেব্রুয়ারি থেকে, উপ-রেজিস্টার ফারজানা ইসলাম গত বছরের ২৪ ডিসেম্বর থেকে ও উপ-রেজিস্টার নজরুল ইসলাম গত বছরের ১১ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অনুপস্থিতির তারিখ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available