নিজস্ব প্রতিবেদক: সুন্দরবন অধ্যুষিত দক্ষিণ বাংলার বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলাধীন শতবর্ষী দ্বীনি প্রতিষ্ঠান আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসার সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শিক্ষাবিদ ড. আব্দুল্লাহ আল মিজান। বিদ্যুৎসাহী প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মো: লুৎফর রহমান।

এর আগে ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শামসুল আলমের অনুমোদনক্রমে রেজিস্ট্রার ড. আইয়ুব হোসেন কমিটির সভাপতি ও বিদ্যুৎসাহী প্রতিনিধির চিঠিতে স্বাক্ষর করেন।


ড. আব্দুল্লাহ আল মিজান এবং আল্লামা লুৎফর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমতলী মাদ্রাসা তার হারানো ঐতিহ্য ফিরে আসবে বলে প্রত্যাশা করছেন মাদ্রাসার সাবেক, বর্তমান ছাত্র-শিক্ষক এবং এলাকাবাসী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available