• ঢাকা
  • |
  • রবিবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৪:১০ (07-Dec-2025)
  • - ৩৩° সে:

ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি, শোকজ

৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৫৩:৪৬

সংবাদ ছবি

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণ করায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

Ad

৬ ডিসেম্বর শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

Ad
Ad

কারণ দর্শানোর নোটিশ দেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস। ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে তাকে।

এর আগে সকালে মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর হাসপাতালের ক্যাজুয়াল ওটি পরিদর্শন করেন। ওটির পরিবেশ নিয়ে ডিজি বিরূপ মন্তব্য করলে প্রতিবাদ করেন ক্যাজুয়াল ওটির ইনচার্জ ডা. ধনদেব বর্মন এবং তিনি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা যায়, শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র সম্পর্কিত রোগের চিকিৎসায় চলমান অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. আবু জাফর।

সেমিনারে যোগদানের আগে হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শনকালে জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা, সেবার মান ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ সময় ডা. ধনদেব বর্মন তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট এবং দায়িত্ব পালনের চাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এক পর্যায়ে ডিজির সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

এ সময় ডিজি বলেন, ‘আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, কথাবার্তা হুঁশ করে বলবেন।’ ডিজি নিজের সঙ্গের লোকজনকে ভিডিও করতে বলেন। তিনি বলেন, ‘যারা ডিজির সঙ্গে এমন ব্যবহার করে, তারা রোগীর সঙ্গে কেমন ব্যবহার করে?’

তখন চিকিৎসক বর্মন বলেন, ‘আমি রোগীর সঙ্গে অনেক ভালো বিহ্যাভ করি। কিন্তু যারা দায়িত্বে আছেন, তাদের সঙ্গে আমার বিহ্যাভ ভালো না।’ একপর্যায়ে ডা. ধনদেব বর্মন বলতে থাকেন, ‘আমাকে সাসপেন্ড করেন, নো প্রবলেম।’

তখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস ও উপপরিচালক জাকিউল ইসলাম পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, পরিদর্শনকালে স্বাস্থ্যসেবার মান নিয়ে মহাপরিচালক স্যার ও ডা. ধনদেব বর্মনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে, যা মোটেও কাম্য নয়। তিনি জানান, এই ঘটনায় ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ ডা. ধনদেব বর্মনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা সরকারি চাকরি বিধিমালার পরিপন্থী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে ৩ ভাইয়ের মৃত্যু
৭ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৭:২০


সংবাদ ছবি
নলডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৮:৫০

সংবাদ ছবি
সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার
৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:২৫:৫১


সংবাদ ছবি
গাছের সঙ্গে বেঁধে কিশোরকে মারধর
৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০৯:৩৭






Follow Us