• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩২ ভোর ০৪:২৫:২৩ (03-Nov-2025)
  • - ৩৩° সে:

জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে: তানভীর হুদা

২ নভেম্বর ২০২৫ রাত ০৮:৫৮:০৫

সংবাদ ছবি

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, কোনো অপশক্তিই ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে পারবে না। জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের মাধ্যমে তাদের প্রত্যক্ষ ভোটে এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে।

Ad

তিনি বলেন, জাতীয় নির্বাচনে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। জনগণের সঙ্গে সরাসরি সংযোগই আমাদের মূল লক্ষ্য। ভোটারদের কাছে পৌঁছানো এবং তাদের আশা-আকাঙ্ক্ষা বোঝা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

Ad
Ad

২ নভেম্বর রোববার বিকেলে তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।

৩১ দফা বাস্তবায়ন প্রসঙ্গে তানভীর হুদা বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। এই কর্মসূচি শুধু রাজনৈতিক পরিবর্তনের নয়, এটি জনগণের মুক্তি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আন্দোলন।
গণসংযোগ চলাকালে তিনি সরাসরি বাজারে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে লিফলেট তুলে দেন। তিনি বিএনপির নীতিমালা, আগাম নির্বাচনের প্রস্তাবনা ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
তানভীর হুদা আরও বলেন, এই নির্বাচন শুধু কোনো দলের নয় এটি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই।

এ সময় মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃর্ধা, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াস, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, মতলব পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইয়েদুল ইসলাম শিপলু, মতলব উত্তর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝরনা আক্তারসহ স্থানীয় বিএনপি, ব্যবসায়ী ও সাধারণ জনগণ আগ্রহের সঙ্গে কার্যক্রমে অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৬২
২ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:২১

সংবাদ ছবি
শাহজাদপুরে মোটরসাইকেল রেস, আরোহী নিহত
২ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৪:৩৫




Follow Us