নরসিংদী প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) ভিন্নমতের কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। আর সেই ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতাকেই প্রতিষ্ঠা করতে চায় সরকার। তিনি বলেন, ‘বাংলাদেশ বহু মত ও ধর্মের দেশ। কারও মতামত বা আচরণের ভিন্নতার কারণে যেন কাউকে হত্যাকাণ্ডের শিকার হতে না হয়।’

৬ ডিসেম্বর শনিবার দুপুরে নরসিংদীর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ মাঠে বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) সড়ক নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। যে দলই বিজয়ী হোক, আমরা তাদের পাশে দাঁড়াব। ভোটকেন্দ্র দখলকারী, নির্বাচন ব্যাহতকারী ও প্রক্রিয়া বিকৃতকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল।
এর আগে অতিথিরা নেভাল সিরাজের কবর জিয়ারত করেন। পরে পাঁচদোনা-ডাঙ্গা চার লেন সড়কটির নাম আনুষ্ঠানিকভাবে বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) সড়ক হিসেবে নামকরণের ফলক উন্মোচন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available