• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০২:২৭:১৪ (09-Dec-2025)
  • - ৩৩° সে:

জাপা নেতা থেকে ইসলামী আন্দোলনের প্রার্থী, সমালোচনার ঝড়

৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:২০:৫৮

সংবাদ ছবি

মাল্টিমিডিয়া রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে প্রার্থী পরিবর্তন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগে ঘোষিত প্রার্থী মো. ফারুক আহমেদ মুন্সীর পরিবর্তে নতুন করে মনোনয়ন পেয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও জাতীয় পার্টির নেতা গোলাম মসীহ।

Ad

দলের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, দলটি কি তার আদর্শের বাইরে গিয়ে অন্য রাজনৈতিক ধারার ব্যক্তিকে তুলে এনে বিতর্ক তৈরি করল?

Ad
Ad

হঠাৎ প্রার্থী বদল কেন? দলীয় সূত্র বলছে, প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে কৌশলগত বিবেচনা থেকে। গোলাম মসীহের কূটনৈতিক ও রাজনৈতিক অভিজ্ঞতা ভোটের মাঠে বাড়তি প্রভাব ফেলতে পারে এমন ধারণা থেকেই তাকে মনোনীত করা হয়েছে বলে জানা যায়।

তবে বিষয়টি ঘিরে দলীয় নেতাকর্মীর মাঝেও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

নেটিজেনদের প্রশ্ন, ঘোষণা আসার পর থেকে ফেসবুক ও এক্সে (টুইটার) নানা মন্তব্য ঘুরে বেড়াচ্ছে। অনেকে প্রশ্ন তুলেছেন, “ইসলামী আন্দোলন কী এখন স্বৈরাচার শাসনামলের ঘনিষ্ঠ ব্যক্তিদের পুনর্বাসনের দায়িত্ব নিচ্ছে?”

আরেকজন লিখেছেন, “আদর্শভিত্তিক রাজনীতি করার দাবি যতই থাকুক, এমন প্রার্থী বেছে নেওয়া কতটা সামঞ্জস্যপূর্ণ?”

জানা গেছে, নারায়ণগঞ্জ-৩ আসনটি সবসময়ই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বড় দলগুলোর পাশাপাশি বিকল্প শক্তিগুলোর উপস্থিতিও এখানে তুলনামূলক প্রভাবশালী। নতুন প্রার্থী ঘোষণার মাধ্যমে ইসলামী আন্দোলন এ আসনে নিজেদের অবস্থান আরো শক্ত করতে চাইছে, এমন ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।

উল্লেখ্য, গোলাম মসীহ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদূত ছিলেন। অন্তত তিন মাস আগে অনেকটাই নীরবে যোগ দেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ধর্মভিত্তিক এই দলটিতে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ফিরেই ভক্তদের ঘুম উড়ালেন কিয়ারা
৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:২১:২২

সংবাদ ছবি
মার্চ থেকে পাবনা-ঢাকা সরাসরি চলবে রেল
৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:০৮:৪৮










Follow Us