• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:২৬:৫২ (09-Dec-2025)
  • - ৩৩° সে:

এনায়েতপুরে শাড়ি প্রিন্ট কারখানা ভস্মীভূত

৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৬:২৭

সংবাদ ছবি

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি শাড়ি কারখানা আগুনে পুড়ে গেছে। এতে বিপুলসংখ্যক কাপড়, কম্পিউটার,  আসবাব ও চারটি মেশিন পুড়ে গেছে।

Ad

৯ ডিসেম্বর মঙ্গলবার ভোরের দিকে এনায়েতপুর থানার গোপালপুর গাবতলা এলাকার সেরাজুল ও বাবু মল্লিকের শাড়ি প্রিন্ট কারখানায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

খবর পেয়ে বেলকুচি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বাদ ফজর গাবতলায় প্রতিষ্ঠিত বিসমিল্লাহ ডিজিটাল শাড়ি প্রিন্ট কারখানায় হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়তে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে বেলকুচি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানায় রক্ষিত কাপড়, আসবাবপত্র, কম্পিউটার ও মেশিনপত্র পুড়ে যায়।

কারখানার মালিক বাবু মল্লিক জানায়, ‘মেশিনে ইলেকক্ট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫৬ লাখ টাকা হতে পারে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জাতীয় তাঁতী সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুস ছামাদ খান বলেন, ‘ক্ষতিগ্রস্ত কারখানা মালিকদের সাথে কথা বলেছি। সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
পুলিশে বড় রদবদল, ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তাকে বদলি
৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮:২১





সংবাদ ছবি
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন করেছ এনবিআর
৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:২৩



Follow Us