ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী'খ' সার্কেলের অভিযানে ৭৬০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার ও দুজনকে আটক করা হয়েছে।

১১ নভেম্বর মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার বাঘইল ও রুপপুর থেকে তাদের আটক করা হয়েছে।


আটককৃতরা হলেন- উপজেলার পাকশি ইউনিয়নের বাঘইল হাজিপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে মো. রিপন প্রামানিক ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বহিরাচর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. টিটন মল্লিক।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ঈশ্বরদী 'খ' সার্কেলের পরিদর্শক আব্দুর রহমান বিজয়ের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে বাঘইল হাজিপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের বসতবাড়ি থেকে ২৬০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট (মাদক) সহ তারই ছেলে মো. রিপন প্রামানিককে আটক করেন। পরে তার দেওয়া তথ্যমতে পাকশির রুপপুর মেইন সড়কের পাশে রাজশাহী টিকিট কাউন্টার সংলগ্ন জাহাঙ্গীর আলমের গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আরো ৫০০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট সহ টিটন মল্লিক নামে আরও একজনকে আটক করা হয়।
আটকের পর তাদের ঈশ্বরদী থানায় হস্তান্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।
এসব তথ্যা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী 'খ' সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহমান বিজয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৬০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট সহ দুজনকে আটক করা হয় পরে তাদের আইনি প্রক্রিয়া শেষে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ স ম আব্দুন নুর বলেন, টাপেন্ডাডল ট্যাবলেট আটককৃত দুজনকে নিয়মিত মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available