বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া বৈশ্বিক জলবায়ু আন্দোলনের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বরগুনার বেতাগীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৪ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় বেতাগী প্রেসক্লাব চত্বরে গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।


মানববন্ধন ও সমাবেশে অংশ নেন স্থানীয় গণমাধ্যমকর্মী ও পরিবেশকর্মী সাইদুল ইসলাম মন্টু, সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা মো. আরিফুল ইসলাম মান্না, সদস্য আরিফ হাসান, বিন্তি, বুশরা, ইলমা, নিশিতা বিশ্বাস, ইমন, বুশরা, অধরা, অংকিতা, অনন্যা, ইশরাতসহ বিভিন্ন সামাজিক ও তরুণ সংগঠনের প্রতিনিধিরা।
এ সময়ে বক্তারা বলেন, বর্তমানে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের বৃহত্তম জলবায়ু সম্মেলন কপ–৩০। জলবায়ু সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিদ্ধান্ত চূড়ান্তে ব্যস্ত বিশ্ব নেতারা। এ সিদ্ধান্তগুলো যেন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর বাস্তব চাহিদা প্রতিফলিত করে, এ দাবিই তারা বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরতে চান।
আয়োজকদের মতে, উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিনিয়ত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততাসহ নানা জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। সেই বাস্তবতা তুলে ধরে জনমত তৈরিই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।
তারা আরও জানান, বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে সাজানো এ আয়োজন বেতাগীসহ দক্ষিণাঞ্চলের মানুষের জলবায়ু অধিকার আদায়ের লড়াইয়ে নতুন গতি যোগ করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available