স্টাফ রিপোর্টার, শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধী ব্যক্তিদের চলাফেরায় স্বাচ্ছন্দ্য আনতে হুইল চেয়ার এবং আর্থিকভাবে অস্বচ্ছল হলেও মেধায় উজ্জ্বল শিক্ষার্থীদের উৎসাহ দিতে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে গঠিত ‘শিক্ষা শারথী’ তহবিল থেকে এ সহযোগিতা প্রদান করা হয়।

৬ ডিসেম্বর শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি কেএম রাফসান রাব্বি, প্রাণী সম্পদ অফিসার ডা. মো. ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গিয়াসউদ্দিন আহমদের, প্রাথমিক শিক্ষা অফিসার আবদুস ছোবাহান মুন্সি, উপজেলা সমাজসেবা অফিসার প্রিয়াংকা বিশ্বাস, শিক্ষক কাউসার আহম্মেদ।
অনুষ্ঠানে ২০০ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, ১২ জন শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে হুইল চেয়ার, ৮ জন খামারির মাঝে দুধ দোহানোর মেশিন দেয়া হয়েছে। এছাড়াও ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ১ জনকে ব্যাটারিচালিত ভ্যান, ১ জনকে বাচ্চসহ ছাগল, ১ জনকে দোকানের মালামাল দেয়া হয়।
উপস্থিত অতিথিরা বলেন, সমাজে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে প্রশাসনের এধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available