নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ ফতুল্লায় জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর তথ্যে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

৬ ডিসেম্বর শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফতুল্লা থানায় তথ্য হিসেবে অভিযান চালায় পুলিশ।


পুলিশ জানায়, জরুরি সেবায় কল আসে পূর্ব ইসদাইর চাষাড়া রেললাইন এলাকার ফরিদা ক্লিনিকের পেছনে নাসির সাহেবের বাড়ির ‘৫২ ঘর’ নামে পরিচিত ভবনের একটি কক্ষে সাগর নামের একজনকে অজ্ঞাত কয়েকজন আটকে রেখেছে।
সংবাদটি পাওয়ার সঙ্গে সঙ্গে ডিউটি অফিসার ঈগল–২ টিমকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দেন। এসআই মোহাম্মদ কামরুজ্জামান ফোর্সসহ রাত ১২টা ৩৫ মিনিটে সেখানে পৌঁছে হরমুজ মুন্সীর ভাড়া ঘরে তল্লাশি চালান। সেখান থেকে দেশীয় তৈরি ম্যাগাজিন–ভর্তি একটি পিস্তল উদ্ধার হয়। পিস্তলের পুরো শরীর ঘষামাজা করা ছিল। অস্ত্রটি জব্দ করে পুলিশ আইনগত প্রক্রিয়া শুরু করে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, এর আগে রাত ১১টার দিকে ইসদাইর এলাকার রাজ্জাক গ্রুপের অনুসারী মাহফুজুর রহমান শুভ (১৯) ও তার সঙ্গে থাকা আরও ১০–১২ জন হরমুজ মুন্সীর ঘরে হামলা চালায়। তারা অভিযোগ তোলে-ঘরের নাতি হানিফ নাকি একটি মোবাইল এনেছে। এ অজুহাতে ঘরের আসবাবপত্র এলোমেলো করে, মারধর করে এবং পরে ঘরে থাকা সবাইকে বের করে দিয়ে দরজা আটকে দেয়।
এই ঘটনার পর দিন ৬ ডিসেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালিত হয়।
পুলিশ পরিদর্শক (অপারেশনস) আনোয়ার হোসেনসহ পুলিশের ফোর্স রাজ্জাক (৪৫), পিতা এরশাদের দখলে থাকা ঘর তল্লাশি করে আরও সরঞ্জাম উদ্ধার করে-দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, একটি সুইচ গিয়ার ছুরি, চারটি স্টিলের ছোরা, একটি দা এবং এক কেজি গাঁজা উদ্ধার করে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, রাজ্জাকের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা এবং তার ছেলে ওয়াসিমের (২২) বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের হয়েছে। এছাড়াও রাজ্জাকের নামে হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available